যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫শ’ শয্যা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫শ’ শয্যা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫শ’ শয্যা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫শ’ শয্যা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত  হয়েছে।আজ সকাল ১০টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে শংকরপুর বটলতায় এ কর্মসূচি পালন করা হয়।

উক্ত কমিটির সভাপতি অ্যাড. আবুল হোসেনের নেতৃত্বে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচিতে যশোরের ২০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ৫শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হলেও দীর্ঘ ১০ বছরেও মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়নি। এ অবস্থায় মেডিকেল শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বৃহত্তর যশোর অ লের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বি ত হচ্ছেন। এ কারণে অবিলম্বে যশোরবাসীর প্রাণের দাবি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫শ’ শয্যা বাস্তবায়ন করা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।