ইউক্রেন হামলার কারণ জাতিসংঘকে জানালেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেন হামলার কারণ জাতিসংঘকে জানালেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোয়গু

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেন ইস্যুতে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোয়গুর সঙ্গে ফোনালাপ করেছেন।

অ্যান্তোনিও গুতেরেসকে সেরগেই শোয়গু বলেন, ৮ বছর আগে ইউক্রেনের সঙ্গে মিনস্কে করা চুক্তি ভঙ্গ করে দনবাস এলাকায় সাধারণ মানুষদের ওপর বোমা হামলা করায় রাশিয়া এ সামরিক অভিযান চালাচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।

তিনি ইউক্রেনের বিরুদ্ধে সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহারেরও অভিযোগ আনেন। চীনা ছাত্ররা কিয়েভ ত্যাগের সময় তাদের ওপর ইউক্রেন বাহিনীর গুলিবর্ষণের অভিযোগ তোলেন।

সূত্র : রয়টার্সতাস