ডিজিটাল পরিচয়পত্র পাবেন মুক্তিযোদ্ধার

ডিজিটাল পরিচয়পত্র পাবেন মুক্তিযোদ্ধার

মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল পরিচয়পত্র ও সনদ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল পরিচয়পত্র ও সনদ তুলে দেওয়া হবে। আগামী ১৭ এপ্রিলের মধ্যে সব মুক্তিযোদ্ধা পরিচয় পত্র ও সনদ পাবেন। ইতোমধ্যে ৩০ হাজার দুস্থ মুক্তিযোদ্ধাকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সব স্মৃতি রক্ষা করা হবে। বধ্যভূমি সংরক্ষণ করা হবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ শহিদ মিরাজ তপন স্টেডিয়ামে ঢাকা পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।