ইউক্রেনের আরেক টিভি টাওয়ারে হামলায় ৯ জনের প্রাণহানি

ইউক্রেনের আরেক টিভি টাওয়ারে হামলায় ৯ জনের প্রাণহানি

ফাইল ছবি

ইউক্রেনের আরও এক টিভি টাওয়ারে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। সোমবার (১৪ মার্চ) রুশ বাহিনীর চালানো এই হামলায় ৯ জনের প্রাণহানি হয়েছে পাশাপাশি আহত হয়েছেন আরও ৯ জন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর রিভনের বাইরে এক টিভি টাওয়ারে রুশ সেনারা ওই হামলা চালায়।

রিভনের স্থানীয় প্রশাসন প্রধান ভিতালি কোভাল জানান, রুশ বাহিনীর এই হামলায় ৯ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। শহরের বাইরে আন্তোপিল নামক গ্রামে এই হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া জীবিতদের উদ্ধার করার কাজ চলছে।

এদিকে ভিতালি কোভালের বরাত দিয়েই রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সোমবার সকালে টিভি টাওয়ারটিতে দু’টি রকেট আঘাত হানে।

কোভালের প্রকাশিত ছবিতেও দেখা যায়, হামলার পর ধ্বংসস্তুপ সরাতে অগ্নিনির্বাপক কর্মীদের ক্রেনের সাহায্য নিচ্ছে এবং স্ট্রেচারে করে হতাহতদের বহন করা হচ্ছে।

এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সম্প্রচার টাওয়ারেও বোমা হামলায় চালিয়েছিলো রুশ বাহিনী। ওই হামলায় পাঁচ জন নিহতের পাশাপাশি ব্যাপক ক্ষতিসাধনও হয়েছিলো।