ইসলামী বিশ্ববিদ্যালয় : শিশুদের রঙয়ের আঁচড়ে ফিরলেন বঙ্গবন্ধু

ইসলামী বিশ্ববিদ্যালয় : শিশুদের রঙয়ের আঁচড়ে ফিরলেন বঙ্গবন্ধু

ইসলামী বিশ্ববিদ্যালয় : শিশুদের রঙয়ের আঁচড়ে ফিরলেন বঙ্গবন্ধু

মেঝেতে বসে রং পেন্সিল হাতে হৃদয়ে আঁকা ছবি কাগজে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে একদল শিশু। আঁকা শেষ হলে দেখা গেল খাতায় ফুটে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব। কারো খাতায় আঙ্গুল উচিয়ে ভাষণরত বঙ্গবন্ধু, কেউবা রণাঙ্গনে যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের পাশে এঁকেছেন বঙ্গবন্ধুকে। মঙ্গলবার (১৫ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের করিডরে এ দৃশ্য দেখা যায়।

জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে এসব ছবি আঁকে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

সকাল ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সঙ্গে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, পরিবহন প্রশাসক ও দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও রেজিস্ট্রার আতাউর রহমান।

এছাড়া ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী, অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদসহ বিভিন্ন বিভাগের ও স্কুলটির শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে তাঁরা শিশুদের চিত্রাঙ্কন পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন আমরা নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চাই। আজকের শিশুরাই আগামীর কর্ণধার। তাদের হাতেই বিনির্মাণ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। তাই এখন থেকেই শিশুদেরকে সেভাবে গড়ে উঠতে হবে।’