নানা কর্মসূচীর মধ্য দিয়ে যশোরের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

নানা কর্মসূচীর মধ্য দিয়ে যশোরের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

ছবি: প্রতিনিধি

যশোর প্রতিনিধি: আজ ১৭ মার্চ,জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও শিশু দিবস। যশোরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত হচ্ছে।

আজ সকালে শহরের বকুল তলায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়।

শুরুতেই বঙ্গবন্ধু ম্যুরালে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পন করেন। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার সহ জেলার মুক্তিযোদ্ধারা , বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী রা সহ নানা শ্রেণী পেশার মানুষ পুষ্প স্তবক অর্পন করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তঃস্কুল ক্রিকেট টূর্ণামেন্ট-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। হাসপাতাল,শিশু পরিবার,শিশু উন্নয়ন কেন্দ্র,এতিমখানা,কেন্দ্রীয় কারাগারে উন্নতমানের খবার পরিবেশন করা হয়।

বিকালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জিবনী ভিত্তিক আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু সমাবেশ দিবসটির সমাপ্তি ঘোষনা করা হয়।

এছাড়া অন্যান্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান আলাদাভাবে বিভিন্ন কর্মসূচী পালন করে।