পাঁচ কোটি টাকার মাদক ফেলে উধাও

পাঁচ কোটি টাকার মাদক ফেলে উধাও

ফাইল ছবি

মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে কক্সবাজারের টেকনাফে মাদক আনার পথে বিজিবির ধাওয়ায় পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবা বড়ির একটি চালান ফেলে পালিয়ে গেছে চোরাকারবারিরা। শনিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর খুরের দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, শনিবার ভোর চারটার দিকে উপজেলার হ্নীলার খুরের দ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে আইস ও ইয়াবা পাচারের গোপন তথ্য পান বিজিবির সদস্যরা। এরপর তাঁরা ওই এলাকায় গিয়ে দুই চোরাকারবারিকে একটি নৌকায় করে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন।

এ সময় বিজিবির সদস্যরা তাদের নৌকা থামানোর জন্য সংকেত দিলে তারা অমান্য করে পালানোর চেষ্টা করে। এরপর তাঁরা তাদের গুলি করতে বাধ্য হন। চোরাকারবারিরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের জলসীমানা অতিক্রম করে পালিয়ে যায়। পরে নৌকাটি জব্দ করে তল্লাশি করলে ১ কেজি ১৪ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করতে সক্ষম হন।