যশোরে আন্তর্জাতিক বন দিবস পালিত

যশোরে আন্তর্জাতিক বন দিবস পালিত

ছবি- নিউজজোন বিডি

যশোর প্রতিনিধি: ‘বন সংরক্ষণের অঙ্গিকার,টেকসই উৎপাদন ও ব্যবহার’ এই প্রতিপাদ্যে যশোরে পালিত হচ্ছে আন্তর্জাতিক বন দিবস।

 দিবসটি উপলক্ষে আজ বেলা সাড়ে ১১ টায় কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক  তমিজুল ইসলাম খান।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ,বন,জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের আয়োজনে ও সামাজিক বন বিভাগ যশোরের সার্বিক ব্যবস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান,যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপংকর দাস,জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,জেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ  সামাজিক বন বিভাগের উপকারভোগীরা ।

অনুষ্ঠান শেষে যশোর জেলার অভয়নগর উপজেলার ২৩ জন উপকার ভোগীকে জন প্রতি৩৩ হাজার ৪ শত ৪৩ টাকা করে মোট ১৫ লক্ষ ২৪ হাজার ৭ টাকা ৬০ পয়সার চেক এবং ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২১ জন উপকার ভোগীকে জন প্রতি ১৫ হাজার ৫৪৫ টাকা করে মোট ৫ লক্ষ ৯৩ হাজার ৫৫৩ টাকার চেক প্রদান করা হয।