অবৈধ প্রবাসী বাংলাদেশীদের বৈধকরণের সময়সীমা বাড়ানোর চেষ্টা চলছে: হাইকমিশনার

অবৈধ প্রবাসী বাংলাদেশীদের বৈধকরণের সময়সীমা বাড়ানোর চেষ্টা চলছে: হাইকমিশনার

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশীদের বৈধকরণের সময়সীমা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে কুয়ালালামপুরস্থ হাইকমিশনে নিজ দফতরে দেশটিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি।

তিনি বলেন, বিদেশে যেকোনো দেশের মিশন পরিচালনা করে নিজ দেশের নাগরিকদের সেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম-কানুন অনুসরণ করতে হয়। এর মধ্যে করোনা মহামারী এসে নানান বিধি-নিষেধের ফলে কাজকর্ম আশানুরূপ করা সম্ভব হয়নি। তবে আমরা সেবা নিশ্চিত করার গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে নতুন মাত্রা যোগ করেছি, যা বহুল কাঙ্ক্ষিত ছিল। বাংলাদেশ সরকার প্রবাসীদের সর্বোচ্চ সেবা দিতে যৌক্তিক করণীয় ও তুলনামূলক ভালো সিদ্ধান্ত নিতে ও বাস্তবায়ন করতে সবসময় সমর্থন দিয়েছে।

বাংলাদেশীদের যে কোনো পরামর্শ গ্রহণ করার জন্য সরাসরি হাইকমিশনের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন হাইকমিশনার গোলাম সারোয়ার।