চীনের সাংহাইয়ে কোভিড সংক্রমণের রেকর্ড

চীনের সাংহাইয়ে কোভিড সংক্রমণের রেকর্ড

ছবি: সংগৃহীত

চীনের সাংহাইয়ে কোভিড সংক্রমণ অত্যন্ত উর্ধ্বমুখী। এখানে মঙ্গলবার রেকর্ডসংখ্যক কোভিড রোগী শনাক্ত হয়েছে।
শহরটির আড়াইকোটি জনসংখ্যার মধ্যে এ নিয়ে বেড়েছে উদ্বেগ উৎকন্ঠা। আতংকিত শহরবাসীর মধ্যে কেনাকাটার হিড়িক পড়ে গেছে। সাংহাইয়ের কিছু এলাকায় চলছে লকডাউনের দ্বিতীয় দিন।

কর্তৃপক্ষ বৃহৎ এই শরটিকে কার্যত দুভাগে ভাগ করতে পেরেছে। শহরের পূর্বাঞ্চলের বাসিন্দাদের চারদিন ঘরে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া করোনা পরীক্ষাও তাদের জন্য বাধ্যতামূলক।

চীনে মঙ্গলবার দেশজুড়ে ৬ হাজার ৮৮৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সাংহাইয়েই শনাক্ত হয়েছে ৪ হাজার ৪শ’ জন।

এদিকে শহরবাসীর মধ্যে কেনাকাটার হিড়িক পড়ায় কিছু সুপারমার্কেটের তাকগুলো খালি হতে দেখা গেছে।
অর্থনীতিকে সচল রাখতে সাংহাই কর্তৃপক্ষ কঠোর লকডাউন এড়িয়ে স্থানীয়ভাবে লকডাউন কিংবা কিছু নিষেধাজ্ঞার পদক্ষেপ নিয়েছে।


উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। তখন চীন জিরো টলারেন্স নীতিতে সফলভাবে করোনা নিয়ন্ত্রণ করে।

সূত্র: বাসস