তিন বছর সাত মাস ২৩ দিন ক্ষমতায় ছিলেন ইমরান

তিন বছর সাত মাস ২৩ দিন ক্ষমতায় ছিলেন ইমরান

ছবি: সংগৃহীত

ইমরান খানের শাসনামলের পতন ঘটল। অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব খোয়ালেন তিনি। ক্রিকেট তারকা থেকে প্রধানমন্ত্রী বনে যাওয়া ইমরান পাকিস্তানের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের রচনা করলেন। পাকিস্তানে তার আগে কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হারেননি। 
 
২০১৮ সালের ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পরিষদে ইমরানের দল ১৪৯টি আসন পায়। পরে তিনি সরকার গঠন করে একই বছরের ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর আসনে বসেন। ১০ এপ্রিলের অনাস্থা ভোট পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।  

দিনের হিসাব করলে ইমরান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ১ হাজার ৩৩২ দিন। বছরের হিসাবে তিন বছর সাত মাস ২৩ দিন। আর মাসের হিসাবে ৪৩ মাস ২৩ দিন। পাকিস্তানের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। অনাস্থা ভোটে না হারলে তিনি তার মেয়াদ পূর্ণ করতে পারতেন।