অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী কোচ বাংলাদেশেকে বিদায় বললো

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী কোচ বাংলাদেশেকে বিদায় বললো

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী কোচ নাভিদ নাওয়াজ

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশকে বিদায় বললেন অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতানো শ্রীলঙ্কান কোচ নাভিদ নাওয়াজ। আর কয়দিন পরই নিজ দেশ শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব নেবেন তিনি। ২০২৩ সাল পর্যন্ত অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে তার সাথে চুক্তি থাকলেও নাভিদের ইচ্ছায় বিসিবি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র জানিয়েছে, চাকরি ছাড়ার ৩ মাস আগে অবহিত করার নিয়ম থাকলেও নাভিদকে ইতোমধ্যে তার নতুন চাকরিতে যোগদানের সবুজ সংকেত দেওয়া হয়েছে। তাই বাংলাদেশের সাথে আপাতত সম্পর্কের ইতি ঘটল নাভিদের।

২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব নেন নাভিদ। নিয়োগ পেয়েই বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ জেতানোর আশা প্রকাশ করেন তিনি। ২০২০ সালে তার অধীনে আকবর আলীর নেতৃত্বাধীন দল যুব বিশ্বকাপ জিতে। এরপর ২০২৩ সাল পর্যন্ত বাড়ানো হয় নাভিদের চুক্তি। যদিও তার আগেই বিদায় বললেন বাংলাদেশকে।