কনস্যুলেট স্টাফদের সাংহাই ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

কনস্যুলেট স্টাফদের সাংহাই ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

কনস্যুলেট স্টাফদের সাংহাই ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র মঙ্গলবার জানিয়েছে, তারা অত্যাবশকীয় নয় এমন কনস্যুটে স্টাফদের সাংহাই ত্যাগের নির্দেশ দিয়েছে। কোভিড-১৯ দমনে সরকার কঠোর লকডাউন আরোপ করায় চীনে আমেরিকান নাগরিকদের নিরাপত্তার উদ্বেগ দেখা দেয়ায় এমন নির্দেশ দেয়া হলো। খবর এএফপি’র।

কঠোর লকডাউন, গণ-করোনাভাইরাস পরীক্ষা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সংক্রমণ নির্মূলের লক্ষ্যে চীন এক্ষেত্রে ‘জিরো কোভিড’ নীতির পদক্ষেপ গ্রহণ করেছে।

সাংহাইয়ে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যাওয়ায় এ গুরুত্বপূর্ণ নগরীর প্রায় আড়াই কোটি মানুষ লকডাউনের মুখে পড়ায় মার্চের পর এমন নীতি গ্রহণ করো হলো। এতে খাদ্য সঙ্কট দেখা দেয়ায় এবং লোকজনের চলাচলে কড়াকড়ি আরোপ করায় সেখানে গণ অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের বেইজিং দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়া অব্যাহত থাকার কারণে এ ত্যাগের নির্দেশ দেয়া হয়।

বিবৃতিতে আরো বলা হয়, কূটনীতিকরা পিপলস রিপাবলিক অব চায়নার কর্মকর্তাদের সাথে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের ব্যাপারে উদ্বেগও প্রকাশ করেছেন।উল্লেখ্য, চীনের বৃহত্তম এ নগরীতে মঙ্গলবার নতুন করে ২৩ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।