পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য নিয়োগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য নিয়োগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য নিয়োগ

অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাফিজা খাতুনকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি পাবিপ্রবি’র ইতিহাসে প্রথম নারী উপাচার্য।

পাবিপ্রবির নতুন উপাচার্য হাফিজা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। মঙ্গলবার তাকে এ পদে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এই নিয়োগ  দেয়া হয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সদ্য সাবেক উপাচার্য এম রোস্তম আলীর মেয়াদ শেষ হয় গত ৬ মার্চ। তবে বিভিন্ন অভিযোগ ওঠার পর উদ্ভূত পরিস্থিতির এক সপ্তাহ আগেই তিনি ক্যাম্পাস ছাড়েন।

দীর্ঘদিন উপাচার্য না থাকায় চরম সমস্যা চলছিল বিশ্ববিদ্যালয়টিতে। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মার্চ মাসের বেতন নিয়েও জটিলতার সৃষ্টি হয়। এ অবস্থায় নতুন উপাচার্য পেল বিশ্ববিদ্যালয়টি।

এর আগে গতকাল ড. খাইরুল আলমকে রুটিন কাজ করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে উপাচায়ের দায়িত্বও দেয়া হয়। তার ঠিক পরের দিন উপাচার্য নিয়োগ পেল পাবিপ্রবি।