ঈদের ও বৈশাখের বাজার চলছে একসাথে

ঈদের ও বৈশাখের বাজার চলছে একসাথে

ছবি: সংগৃহীত

দেশের পোশাকের বাজারে উৎসবের বড় তিন উপলক্ষ বৈশাখ, রোজার ঈদ ও কোরবানির ঈদ। এর মধ্যে রোজার ঈদ ও বৈশাখে ব্যবসায়ীদের সবচেয়ে বড় লক্ষ্যমাত্রা থাকে। এবার দুটি উপলক্ষই এসেছে দুই সপ্তাহের ব্যবধানে।

করোনাভাইরাসের মহামারিতে বাঙালির উৎসবের ক্যালেন্ডারে গত চারটি ঈদ আর দুটি বৈশাখের রঙ মুছে দিয়েছিল প্রায়। পোশাক ব্যবসায়ীদের জন্য ২০২০ আর ২০২১ ছিল মন্দার বছর। সংক্রমণ কমে আশায় এবার বৈশাখ আর ঈদ আসছে পুরো মেজাজে উৎসবের সম্ভাবনা নিয়ে। কিন্তু দুই উৎসবের ব্যবধান অনেক ক্রেতাকে সাধ আর সাধ্যের হিসাব কষতে বাধ্য করছে, তেমনি ব্যবসায়ীদের বাধ্য করছে প্রত্যাশা সীমিত রাখতে।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় চলছে ঈদ ও বৈশাখের কেনাকাটা। তবে অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।