চাকুরির প্রলোভন দেখিয়ে গুম: মুক্তিপণ দাবি

চাকুরির প্রলোভন দেখিয়ে গুম: মুক্তিপণ দাবি

ছবি: সংগৃহীত

চাকরি দেওয়ার কথা বলে এক যুবককে অপহরণের পর তার অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করার হুমকি দিয়ে লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। 

এ অভিযোগে বুধবার ঢাকার পল্টন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার আনোয়ারুল ইসলাম (২২) নামের ওই যুবককে। 

গ্রেফতাররা হলেন - মো. আরিফুল ইসলাম ওরফে মাসুম (৪৪), মো. রেফাজুল ইসলাম ওরফে লিংকন (২৭), মো. মতিয়ার রহমান (৫০) ও মো. মজিবর রহমান (৫২)।

বৃহস্পতিবার র‍্যাব–৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল র‍্যাবের কাছে অভিযোগ আসে, ছয় লাখ টাকার বিনিময়ে ভালো চাকরি দেওয়ার কথা বলে আনোয়ারুল নামে এক যুবককে অপহরণ করা হয়েছ। মতিয়ার নামে ব্যক্তি চাকরি দেবে বলে আনোয়ারুলকে ঢাকায় নিয়ে আসেন। আনোয়ারুল ঢাকায় আসার পর তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর আনোয়ারুলের নম্বর থেকেই তার বাবাকে আরিফুল ইসলাম পরিচয়ে এক ব্যক্তি ফোন করে বলেন, ছেলেকে ফেরত পেতে হলে এক লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে আনোয়ারুলকে খুন করে তার শরীরের অঙ্গ বিক্রি করে দেওয়া হবে।

এরপরই র‌্যাবের একটি চৌকশ দল অভিযান চালিয়ে অপহরণের দুদিনের মাথায় অপহরণকারীদের গ্রেফতার করে।