আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪৭

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪৭

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪৭

পাকিস্তানে উগ্রবাদী হামলার পর আফগানিস্তানে চালানো পাল্টা আক্রমণে ৪৭ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার পাকিস্তান বিমানবাহিনীর হামলায় পূর্ব আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে এসব হতাহতের ঘটনা ঘটে। আফগান সরকারের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

রোববার আফগানিস্তানের খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা শাবির আহমদ ওসমানি সংবাদ মাধ্যম এএফপিকে জানিয়েছে, নিহত বেসামরিক ব্যক্তির মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। খোস্ত প্রদেশের ডুরান্ড লাইন এলাকায় হামলার কারণে এসব ব্যক্তি নিহত হন।

অন্য দু্ই আফগান কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান বিমানবাহিনীর হামলায় আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৪১ জন আর কুনার প্রদেশে ছয় জন মারা গেছেন।

আফগানিস্তানের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম তোলো নিউজের সরবরাহ করা ছবিতে দেখা গেছে যে পাকিস্তান বিমানবাহিনীর হামলায় অসংখ্য আফগান শিশু নিহত হয়েছে। ওই একই গণমাধ্যমে দেখা গেছে, আফগানিস্তানের খোস্ত প্রদেশের শত শত ব্যক্তি পাকিস্তানের নিন্দা করছেন এবং পাকিস্তানবিরোধী শ্লোগান দিচ্ছেন।

আফগানিস্তানে চালানো হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান সেনাবাহিনী। তবে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে পাকিস্তানের পরররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে সকল উগ্রবাদী আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, এর আগে আফগানিস্তান সীমান্তে সন্দেহভাজন উগ্রবাদীদের অতর্কিত হামলায় পাকিস্তানের অন্তত সাত সেনা সদস্য নিহত হন। ওই উগ্রবাদীরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা করে। এরপর পাকিস্তান সেনাবাহিনীও আফগানিস্তানে পাল্ট আক্রমণ শুরু করে।

সূত্র : আল-জাজিরা ও আনাদোলু এজেন্সি