আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে নিম্নমানের পণ্য বিক্রি, গ্রেফতার ৫

আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে নিম্নমানের পণ্য বিক্রি, গ্রেফতার ৫

আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে নিম্নমানের পণ্য বিক্রি, গ্রেফতার ৫

ফেসবুক ব্যবহার করে নিম্নমানের পণ্য বিক্রি করে গ্রাহকদের প্রতারণার অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।তারা হলেন মোঃ বাপ্পি হাসান (২৪), মোঃ আরিফুল ওরফে হারিসুল (১৯), মোঃ সোহাগ হোসেন (২২), মোঃ বিপ্লব শেখ (২৫) ও নুর মোহাম্মদ (২৮)।

এক সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ) মোঃ রাজীব আল মাসুদ জানান, গোপন সূত্রে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম রোববার ধানমন্ডির শংকর এলাকার অভিযান চালিয়ে তাদের আটক করে।এ সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ নিম্নমানের ব্যবহারের অযোগ্য শাড়ি, থ্রি পিস ও বিভিন্ন পোশাক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা ফেসবুকে তাদের ১৭টি অনলাইন শপিং পেজের মাধ্যমে ভালো মানের পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছে নিম্নমানের পণ্য সরবরাহ করত।আটকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

সূত্র : ইউএনবি