রাজধানীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

রাজধানীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার ধানমণ্ডিতে এক কিশোরকে চোর সন্দেহে ধাওয়া করে ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) ধানমণ্ডির ৫ নম্বর রোড থেকে গুরুতর অবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত ওই কিশোরের নাম মো. পলাশ মিয়া (১৯)। সে ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের রিকশা চালক জয়নাল আবেদিনের ছেলে। রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। এসব তথ্য নিশ্চিত করেন বলে ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পলাশ ধানমণ্ডির ৫ নম্বর রোডের একটি বাসায় চুরি করতে ওঠে বলে স্থানীয়দের ভাষ্য। চোর চোর বলে ধাওয়া করে তারা পলাশকে আটক করে এবং গণধোলাই দিয়ে জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বিকালে তার মৃত্যু হয়।