নিউ মার্কেটে বেচাকেনা শুরু

নিউ মার্কেটে বেচাকেনা শুরু

ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর ব্যবসায়ীরা শিক্ষার্থীদের ১০ দফা দাবি মেনে নেয়ায় আজ বৃহস্পতিবার সকালে পুনরায় দোকানপাট, বিপণি বিতানে বেচাকেনা শুরু হয়েছে। টানা দুই দিন বন্ধ থাকার পর নিউ মার্কেটের বেশিরভাগ দোকানপাট আজ খুলেছে। আজ থেকে ঈদের বেচাকেনা শুরু হয়েছে এবং সকাল থেকে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি’র নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) শ, ম কাইয়ূম মার্কেট খোলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আজ বৃহস্পতিবার ভোর ৪টায় সাইন্স ল্যাবরেটরিতে অনুষ্ঠিত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ঢাকা কলেজের শিক্ষক প্রতিনিধি মাহবুব আলম।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে দোকানপাট খুলছে। শিক্ষা প্রতিষ্ঠানও স্বাভাবিকভাবে চলবে। শিক্ষার্থীদের ১০ দফা দাবি মেনে নিয়েছে ব্যবসায়ীরা। শিক্ষক ছাত্র ও ব্যবসায়ী মিলে একটি সেল গঠন করা হবে। পরবর্তী সমস্যা সমাধানে কাজ করবে এই সেল। সাংবাদিকসহ আহত সবাইকে ক্ষতিপূরণ দেবে ব্যবসায়ী মালিক সমিতি।