ইউক্রেনকে দুষছেন পুতিন

ইউক্রেনকে দুষছেন পুতিন

সংগৃহীত

কিয়েভ গ্রহণযোগ্য সমাধানের জন্য সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তৈরি নয়, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সাথে আলোচনায় এমন অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এসময় তিনি জানিয়েছেন, সমঝোতা আলোচনায় নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর পরই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সরাসরি আলোচনায় বসবেন। 

পুতিনের অভিযোগ, সমঝোতা আলোচনায় অবান্তর বিষয় টেনে আনছে ইউক্রেন। 

চলতি সপ্তাহের শুরুর দিকেই রাশিয়ার প্রেসিডেন্টর মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, শান্তি আলোচনার খসড়া প্রস্তাব তারা ইউক্রেনে পাঠিয়েছেন। কিয়েভ কী সাড়া দেয় মস্কো তার অপেক্ষায় আছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার কাছ কোনও খসড়া পাননি বলে জানিয়েছিলেন। 


সূত্র: বিবিসি