ঈদে বাড়ি ফেরার নির্মল আনন্দ

ঈদে বাড়ি ফেরার নির্মল আনন্দ

ছবি: সংগৃহীত

বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদযাত্রায় ভোগান্তি অনেকটাই কম। সরকারি ছুটির পর থেকে শুক্রবার পর্যন্ত মহাসড়কগুলোতে যানজটের তীব্রতা ছিল না। তবে শনিবার ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেতে মহাসড়কে থেমে থেমে যানজট ছিল। এদিন সন্ধ্যার পর গাজীপুরের চন্দ্রা এলাকায় যানজট বাড়তে থাকে। এজন্য ওই সময় যাত্রীদের বাসের দেখা পেতে অপেক্ষার ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া দক্ষিণাঞ্চলের অন্যতম দুই প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরিতে পার হওয়ার জন্য অপেক্ষমাণ সময় ছিল এক থেকে তিন ঘণ্টা। তবে বেশিরভাগ ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। অবশ্য মাঝপথের স্টেশনে বিপুলসংখ্যক মানুষ উঠে পড়ায় ভোগান্তিতে পড়েন আগাম টিকিট সংগ্রহকারী যাত্রীরা।

এদিকে ঢাকা নদীবন্দরে সারাদিন ছিল অনেকটাই ফাঁকা। সন্ধ্যা গড়াতেই লঞ্চে ভিড় বাড়তে থাকে। কালবৈশাখী ঝড়ের ঝুঁকির মধ্যে ছাদে যাত্রী নিয়েই ছেড়ে যায় বেশিরভাগ লঞ্চ। সন্ধ্যার পর ঝড়ের সংকেত জারির পর শিমুলিয়া-বাংলাবাজারসহ কয়েকটি রুটের ছোট লঞ্চ কিছু সময়ের জন্য চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ে বিপুলসংখ্যক যাত্রী আটকা পড়েন। সরেজমিন রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনাল ঘুরে এমন চিত্রই দেখা যায়।