কলকাতায় আটকা ১৫ বাংলাদেশি নাবিককে দেশে ফেরানোর উদ্যোগ উপহাইকমিশনের

কলকাতায় আটকা ১৫ বাংলাদেশি নাবিককে দেশে ফেরানোর উদ্যোগ উপহাইকমিশনের

ছবি: সংগৃহীত

এক মাসের বেশি সময় ধরে কলকাতায় আটকা ১৫ বাংলাদেশি নাবিককে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। এর আগে এক ভিডিও বার্তায় দেশে ফেরার আকুতি জানিয়েছেন নাবিকেরা। তবে কবে নাগাদ তাঁরা দেশে ফিরতে পারবেন, সেটি নিশ্চিত নয়।

গত ২৪ মার্চ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের (কলকাতা পোর্ট) নেতাজি সুভাষ ডকে (পণ্য খালাস স্থান) জাহাজে পণ্য বোঝাইয়ের সময় কাত হয়ে উল্টে ডুবে যায় বাংলাদেশি জাহাজ এমভি মেরিন ট্রাস্ট-১। জাহাজে থাকা পাইলটসহ ১৫ জন নাবিক এ সময় কোনোমতে প্রাণ বাঁচান।

বন্দর কর্তৃপক্ষ তাঁদের উদ্ধার করে কলকাতা মেরিন ক্লাব হোটেলে (সি ম্যান হোস্টেল) রাখে। নাবিকদের অভিযোগ, বাংলাদেশ সরকার বা ভারতের কর্তৃপক্ষ কেউই তাঁদের দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে না।

তবে এবার তাঁদের ফেরাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ উপহাইকমিশন। এ লক্ষ্যে উপহাইকমিশনের এক কর্মকর্তা কলকাতা বন্দরে গিয়ে বাংলাদেশি নাবিকদের সঙ্গে কথা বলেছেন। দেখা করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গেও। এ ছাড়া উপহাইকমিশন বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনে বাংলাদেশি নাবিকদের ফেরত পাঠানোর জন্য অনুরোধ করেছে।