ট্রেনের টিটিই সাময়িক বরখাস্ত

ট্রেনের টিটিই সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

পরস্পরবিরোধী অভিযোগের সূত্র ধরে ঈশ্বরদীতে সংযুক্ত এক ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শককে (টিটিই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘রেলমন্ত্রীর আত্মীয়’পরিচয়ে বিনাটিকিটে ভ্রমণকারী তিন ট্রেনযাত্রীর সঙ্গে ‘অসদাচরণের’ অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

অপরদিকে অভিযুক্ত টিটিই শফিকুল ইসলাম জানান, ওই ৩ জন বিনাটিকিটের যাত্রী ছিলেন। আমি কোনো দুর্ব্যবহার করিনি; নিয়মানুযায়ী শুধু টিকিট করিয়ে দিয়েছি। 

এ ঘটনার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার বিকালে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে তাকে ফোনকলে চাকরি থেকে বরখাস্তের আদেশ জানানো হয়। শুক্রবার থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে।

বরখাস্ত হওয়া টিটিই মো. শফিকুল ইসলাম রেলওয়ে জংশন ঈশ্বরদীর টিটিই হেডকোয়ার্টারের সঙ্গে যুক্ত। বরখাস্তের বিষয়টি ফোনে নিশ্চিত করেছেন পাকশীর ডিসিও নাসির উদ্দিন।

ঘটনা সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, বরখাস্তের বিষয়টি আমি ট্রেনে ডিউটিরত অবস্থায় মোবাইল ফোনে জানতে পেরেছি, এ কারণে শুক্রবার থেকে ডিউটিতে যাওয়া হয়নি।