পাবনায় ইমামকে রাজকীয় বিদায়, মুসল্লিদের কান্না!

পাবনায় ইমামকে রাজকীয় বিদায়, মুসল্লিদের কান্না!

পাবনায় ইমামকে রাজকীয় বিদায়, মুসল্লিদের কান্না!

তেপ্পান্ন বছর একাধারে ইমামতি শেষে বিদায়ের বেলায় হাজার হাজার মুসল্লির অশ্রুসিক্ত করে বিদায় নিলেন প্রিয় ইমাম। ইমামকে বিদায়ের সময় মুসল্লিরা কান্নায় ভেঙ্গে পড়েন। মসজিদ, ইমাম বা কমিটি নিয়ে যখন নেতিবাচক খবর চারিদিকে; তখন পাবনায় দীর্ঘ ৫৩ বছর ইমামতি করার পর ইমাম হাফেজ আবু মুসাকে ঘোড়ার গাড়িতে করে এক রাজকীয় বিদায় জানান তার মুসল্লিরা। এ যেন এক ইতিহাস সৃষ্টির বিদায়। 

এলাকাবাসিরা জানান, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার যশমন্তদুলিয়া নামক গ্রামে হাফেজ আবু মুসা অত্যন্ত সুনামের সাথে সুদীর্ঘ ৫৩ বছর ইমামতি করে আসছেন। অবশেষে আসে বিদায়ের পালা। বিদায় লগ্নে উপস্থিত হন তাঁর হাজারো মুসল্লি। এসময় মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন।

সম্প্রতি এলাকার যুবসমাজ প্রাণঢালা অভিনন্দন জানিয়ে এমন সম্মানজনক বিদায় দিয়েছেন তাদের ইমামকে। অনেক উপহারও দিয়েছেন এলাকার লোকজন শেষে  অশ্রুসিক্ত দোয়া ইমামকে বিদায় জানানো হয়। তাদের এই বিদায়ী সংবর্ধনা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ব্যপকভাবে প্রশংসীত হয়েছে।

মুসল্লিরা বলেন,‘আমাদের নামাজ কালাম শেখাসহ সামাজিক যাবতীয় সমস্যাগুলো হুজুর থেকে সমাধান নিতাম। হুজুর অনেক ভালো লোক ছিলেন। তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি হয়ে ছিলেন। কিন্তু হুজুর বার্ধক্যজনিত সমস্যার কারনে আমাদের থেকে আজ বিদায় নিচ্ছেন যা মানতে খুবই কষ্ট হচ্ছে’।