ক্ষতিকারক মাছের ও গরুর খাবারের সাথে রং মিশিয়ে গুঁড়া হলুদ ও গুঁড়া ঝাল তৈরী, ২ লক্ষ টাকা জরিমানা

ক্ষতিকারক মাছের ও গরুর খাবারের সাথে রং মিশিয়ে গুঁড়া হলুদ ও গুঁড়া ঝাল তৈরী, ২ লক্ষ টাকা জরিমানা

ক্ষতিকারক মাছের ও গরুর খাবারের সাথে রং মিশিয়ে গুঁড়া হলুদ ও গুঁড়া ঝাল তৈরী, ২ লক্ষ টাকা জরিমানা

মানব দেহের জন্য ক্ষতিকারক মাছের ও গরুর খাবারের সাথে রং মিশিয়ে গুঁড়া হলুদ ও গুঁড়া ঝাল তৈরীর অভিযোগে যশোরের একটি কারখানাকে ২ লক্ষ টাকা জরিমানা ও কারখানার মালিকদেরকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান জানান,শহরতলীর নীলগঞ্জ শ্মশান রোডে একটি কারখানায় মাছের ও গরুর খাবারের সাথে রং মিশিয়ে হলুদ ও ঝালের গুঁড়া তৈরী করে তা বাজারজাত করা হচ্ছে,যেটি মানবদেহের মারাত্মক ক্ষতির কারক এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত ও র‌্যাব-৬ এর সদস্যরা যৌথভাবে আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত ঐ কারখানায় অভিযান চালান এবং কারখানার মালিক রবীন্দ্রনাথ বিশ্বাস ও দিলীপ অধিকারীকে আটক করে। ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে সহকারী ভুমি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম মিকাইল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ঐ কারখানার মালিকদেরকে ২ লক্ষ টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন।

লেঃ কমান্ডার নাজিউর রহমান আরও বলেন, ঐ কারখানা থেকে জব্দ করা ২০০ কেজি মাছের খাবার ও ৫ কেজি বিভিন্ন প্রকার রং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতেই ধ্বংস করা হয়।

আটককৃত রবীন্দ্র নাথ বিশ্বাস শহরের বেজপাড়ার বাসিন্দা মৃত চান্দ পদ বিশ্বাসের ছেলে এবং দিলীপ অধিকারী শহরের বারান্দি মোল্লা পাড়ার বাসিন্দা মৃত শীতল চন্দ্র অধিকারীর ছেলে।