পাম তেল নিয়ে বৈশ্বিক চাপে ইন্দোনেশিয়া

পাম তেল নিয়ে বৈশ্বিক চাপে ইন্দোনেশিয়া

ছবি: সংগৃহীত

পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইন্দোনেশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছেই। এই তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে খাবারের দাম বাড়ছে।

কম উৎপাদন, ইউক্রেন যুদ্ধ এবং করোনা মহামারির কারণে সৃষ্ট শ্রমিক–সংকটে বিশ্বের সবচেয়ে বড় পাম তেল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়াতেই তেলসংকট দেখা দেয়। ফলে, দেশটি পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়, দেশে রান্নার তেল–সংকটের স্বল্পমেয়াদি সমাধানের অংশ হিসেবে গত ২২ এপ্রিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা ঘোষণা দেন। দেশটির বাণিজ্য সহযোগীরা এখনো আনুষ্ঠানিকভাবে রপ্তানি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়নি। তবে ভারত, পাকিস্তানের মতো উঠতি অর্থনীতির দেশগুলোতে অসন্তোষের লক্ষ্মণ দেখা যাচ্ছে।