স্ক্যানিংয়ে ধরা পড়ছে না মাদক

স্ক্যানিংয়ে ধরা পড়ছে না মাদক

ছবি: সংগৃহীত

ভয়ংকর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি)। এ পর্যন্ত আবিষ্কৃত মাদকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এটি। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশে আসছে এই মাদক।

২০১৯ সালে প্রথমবারের মতো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অত্যন্ত ব্যয়বহুল এই মাদক উদ্ধার করে। এরপর কয়েকটি চালান উদ্ধার করেছে পুলিশ-র‌্যাব। এর সবই বিমানবন্দর দিয়ে দেশে ঢুকেছে।

অথচ বিমানবন্দরের অবকাঠামোগত দুর্বলতার কারণে স্ক্যানিংয়ে ধরা পড়ছে না ভয়ংকর এই মাদক। এ সুযোগে মাদক ব্যবসায়ী চক্র বেপরোয়া হয়ে উঠেছে। অবাধেই তারা নিয়ে আসছে এলএসডি। বিক্রি করছে অনলাইন প্ল্যাটফরম ব্যবহার করে, যা দুশ্চিন্তায় ফেলেছে মাদক উদ্ধারকারী সংস্থাগুলোকে। 

জানতে চাইলে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) কুসুম দেওয়ান যুগান্তরকে বলেন, ধরন ও আকারের দিক থেকে এলএসডি অন্য মাদকের চেয়ে আলাদা।