পাবনায় আরো ৪০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার!

পাবনায় আরো ৪০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার!

ছবি- নিউজজোন বিডি

পাবনা প্রতিনিধি:ভোজ্য তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে পাবনার সাঁথিয়া বাজারে অভিযান চালিয়ে একটি দোকানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে দোকানে মজুদ রাখা ৪০ হাজার হাজার ১৪৫ লিটার তেল ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব েেদন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ৪০ হাজার ১৪৫ লিটার সয়াবিন তেল মজুত করা ওই দোকানির নাম আব্দুল আউয়াল। সাঁথিয়া উপজেলার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকার মেসার্স হাজী  স্টোরের মালিক তিনি ।

এগুলো ঈদের আগে কিনে রাখা ছিল। মজুদ করা এসব তেল দোকানটি বেশি দামে বিক্রি করছিল। আগে কিনে রাখা তেল সরকার নির্ধারিত নতুন দামে বিক্রি করায় মজুমদার স্টোরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে মঙ্গলবার ঈশ্বরদীতে এবং বুধবার দিনব্যাপী পাবনার সদর, সুজানগর, বেড়া,সাঁথিয়ার মোট পাঁচটি গোডাউন-দোকানে অভিযান চালিয়ে ১ লাখ ৩৮ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় গোডাউনগুলোর মালিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।