আল-জাজিরার সাংবাদিক হত্যায় জাতিসঙ্ঘের নিন্দা

আল-জাজিরার সাংবাদিক হত্যায় জাতিসঙ্ঘের নিন্দা

আল-জাজিরার সাংবাদিক হত্যায় জাতিসঙ্ঘের নিন্দা

আল-জাজিরার ফিলিস্তিনি-মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলাকে হত্যা এবং আরেক সাংবাদিকের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ।

শুক্রবার এক সংবাদ বিবৃতিতে পরিষদের সদস্যরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আবু আকলাকে হত্যার অবিলম্ব, পূর্ণাঙ্গ, স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন এবং জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তারা।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে সাংবাদিকদের বেসামরিক নাগরিকদের মতো সুরক্ষা দেয়া উচিত বলে পুনর্ব্যক্ত করেছেন পরিষদের সদস্যরা।

বুধবার জেনিনে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর অভিযান কভার করার সময় আবু আকলাকে গুলি করে হত্যা করা হয়। একই ঘটনায় আরেকজন সাংবাদিক আহন হন।