ঢাবি প্রতিনিধি দলের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন

ঢাবি প্রতিনিধি দলের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন

ঢাবি প্রতিনিধি দলের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক টিম। শনিবার বেলা ১২ টার দিকে রাজধনীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন করেন তারা। এসময় পরিদর্শক টিমকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ কর্তৃপক্ষ।

কলেজ পরিদর্শক টিমের সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা: শাহরিয়ার নবী, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান, ঢাকা মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. শেখ নূরুল ফাত্তাহ রুমী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক।

পরিদর্শক টিমের সদস্য জানান, একটি প্রতিষ্ঠানের প্রাণ হলো শিক্ষক-শিক্ষার্থী। আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে সুনামধন্য শিক্ষক নিয়ে আসতে হবে। তারা তাদের সবোর্চ্চ মেধা, মনন ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান দান করে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজকে সেরা মেডিকেল কলেজে পরিনত করতে পারবেন বলে আশা করছি।

এসময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিল্লাল আলম, আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের উপ অধ্যক্ষ অধ্যাপক ডা. আশরাফুজ্জামান, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমানসহ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

অধ্যক্ষ অধ্যাপক ডা. বিল্লাল আলম আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজকে একটি আদর্শ এবং এ ক্যাটাগরির মেডিকেল কলেজে পরিনত করতে সকলের সহযোগীতা কামনা করেন। একইসাথে পরিদর্শক টিমের কাছে কলেজের আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানান।