সামরিকভাবে নয় শুধুমাত্র আলোচনার : জেলেনস্কি

সামরিকভাবে নয় শুধুমাত্র আলোচনার : জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সতর্কতা দিয়ে বলেছেন, সামরিকভাবে নয় শুধুমাত্র আলোচনার মাধ্যমেই বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান সম্ভব।

এ ব্যাপারে জেলেনস্কি বলেছেন, এখানে কিছু বিষয় আছে যা শুধুমাত্র আলোচনার টেবিলেই অর্জন করা সম্ভব।

এদিকে জেলেনস্কি এমন সময় এ কথা বললেন যখন রাশিয়া দাবি করেছে তাদের দূরপাল্লার মিসাইল ইউক্রেনের সেনাদের জন্য আসা বিপুল পরিমাণ অস্ত্রের চালানের ওপর আঘাত করে ধ্বংস করে দিয়েছে।

তাছাড়া জেলেনস্কি আরও সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সদ্যই ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলার সহায়তার প্যাকেজ অনুমোদন করার পরপরই।

এদিকে জেলেনস্কি রাশিয়ার হাতে আত্মসমর্পণ করা আজভস্টালের সেনাদের নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, তার লক্ষ্য ছিল যতজন সম্ভব ততজনকেই আজভস্টাল থেকে জীবিত উদ্ধার করা। 
জেলেনস্কি বলেছেন, এখন রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের মাধ্যমে সেসব সেনাদের রাশিয়ার কাছ থেকে নিয়ে আসার চেষ্টা করবেন তিনি। 

জেলেনস্কি আজভস্টালের সেনাদের সম্পর্কে বলেছেন, আমরা তাদের বাড়িতে নিয়ে আসব।

সূত্র: আল জাজিরা