কৃষকের ঘরে চাপা কান্না

কৃষকের ঘরে চাপা কান্না

ছবি: সংগৃহীত

ধানের জেলা দিনাজপুরে কৃষকের ঘরে ঘরে নবান্নের বদলে এখন চাপা কান্না ও হাহাকার। ‘পাকা ধানে মই’- বাংলা এ প্রবাদটি এখানে বাস্তবে রূপ নিয়েছে। ঘন ঘন কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় দেখা গেছে কোথাও পাকা ধান নুইয়ে পড়েছে, আবার কোথাও আধা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা। এ পরিস্থিতির সাথে যোগ হয়েছে শ্রমিক সঙ্কট। শ্রমিক পাওয়া গেলেও দিতে হচ্ছে উচ্চ মূল্য। এতে করে জমির অর্ধেক ধান শ্রমিকদের মজুরি দিতেই চলে যাচ্ছে। সার্বিক অবস্থায় এ অঞ্চলের কৃষকরা এখন রীতিমতো দিশেহারা।