নিষেধাজ্ঞা দিতে দেরি হওয়ায় অখুশি জেলেনস্কি

নিষেধাজ্ঞা দিতে দেরি হওয়ায় অখুশি জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে সোমবার রাতে নতুন নিষেধাজ্ঞা আরোপে ঐক্যমতে পৌঁছায়। যা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজ।

এর মাধ্যমে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। তাছাড়া সুইফট সিস্টেম থেকে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংককে বের করে দেওয়ার বিষয়েও এক হয়েছে তারা।

এসব নিষেধাজ্ঞা আরোপ করায় ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

তবে পঞ্চম নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজ ঘোষণা করতে দীর্ঘ সময় লাগায় এ বিষয়টির সমালোচনা করেছেন জেলেনস্কি। 

তিনি বলেন, দেরি করার বিষয়টি মেনে নেওয়া যায় না।

আল জাজিরা