সেই খবর শুনে লিথুয়ানিয়াকে বিনামূল্যে ড্রোন দিল তুরস্ক

সেই খবর শুনে লিথুয়ানিয়াকে বিনামূল্যে ড্রোন দিল তুরস্ক

ছবি: বিবিসি

ইউক্রেনকে তুরস্কের তৈরি বায়রাকতার টিবি২ ড্রোন দেওয়ার জন্য লিথুয়ানিয়ার সাধারণ মানুষ টাকা সংগ্রহ করছিল। 

আর এ খবরটি জানতে পেরে তুরস্কের ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়কার লিথুনিয়াকে বিনামূলে একটি ড্রোন উপহার হিসেবে দিয়েছে। 

তবে তুরস্কের প্রতিষ্ঠানটি শর্ত দিয়েছে, ড্রোনের জন্য যে অর্থ তোলা হয়েছে সেগুলো ইউক্রেনে মানবিক কাজে ব্যবহার করতে হবে। 

এ ব্যাপারে তুরস্কের সেই প্রতিষ্ঠানটি বলেছে, লিথুয়ানিয়ার সাধারণ জনগণ বায়রাকতার টিবি২ ড্রোন কেনার জন্য অর্থ সংগ্রহ করেছে। এটি জানার পর বায়কার লিথুয়ানিয়াকে একটি বায়রাকতার টিবি২ ড্রোন বিনামূলে দেবে এবং সেই অর্থ ইউক্রেনে মানবিক কাজে ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে।

এ ড্রোনটি ২৫ হাজার ফিট পর্যন্ত পৌঁছতে পারে।

ইউক্রেনের কাছে এ ড্রোনগুলো বিক্রি করেছিল তুরস্ক। রাশিয়ার বিরুদ্ধে টিবি২ ড্রোন বেশ সফলতার সাথে ব্যবহার করেছে ইউক্রেন। এরপরই ড্রোনগুলোর কদর বেড়ে যায়। 

তুরস্কের ড্রোন ব্যবহার করে কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি জাহাজ ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছিল ইউক্রেন। 

এদিকে ইউক্রেনকে উচ্চ ক্ষমতাসম্পন্ন এ ড্রোন না দিতে তুরস্ককে বলেছিল রাশিয়া। কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা করার কয়েকদিন আগে ইউক্রেনকে আরও ড্রোন দেওয়ার চুক্তি করে আসেন প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। 

সূত্র: বিবিসি