তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১০১৬৭ কোটি টাকা

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১০১৬৭ কোটি টাকা

ছবি: সংগৃহীত

ব্যাংকিং খাতে খেলাপি ঋণে করোনার ধাক্কা লেগেছে। গত দুই বছর করোনার কারণে ঋণ পরিশোধ না করলেও তা খেলাপি করা হয়নি। এ বছর থেকে ওই সুবিধা তুলে দেওয়া হয়েছে। ফলে ঋণ বা ঋণের কিস্তি পরিশোধ না করলে খেলাপি করা হচ্ছে। এ কারণে জানুয়ারি থেকে মার্চ-এ তিন মাসে ঋণের কিস্তি পরিশোধ না করায় খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ১৬৭ কোটি টাকা। খেলাপি ঋণের সংজ্ঞা অনুযায়ী ঋণের কিস্তি ছয় মাস বকেয়া থাকলে খেলাপি করার নিয়ম রয়েছে। যে কারণে চলতি জুন প্রান্তিকে খেলাপি ঋণের হার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির খেলাপি ঋণ প্রভিশনিং বিষয়ক ত্রৈমাসিক প্রতিবেদনটি অনুমোদন করেছেন। প্রতি তিন মাস পরপর কেন্দ্রীয় ব্যাংক এ প্রতিবেদনটি হালনাগাদ করে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, খেলাপি ঋণের এ চিত্র বিশ্বাসযোগ্য নয়। প্রকৃত খেলাপি ঋণ আরও অনেক বেশি। এটি চার লাখ কোটি টাকার কম হবে না।