ঘরের মাঠে টানা দ্বিতীয় হার ভারতের

ঘরের মাঠে টানা দ্বিতীয় হার ভারতের

ছবি: সংগৃহীত

সফরকারী দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় হারের স্বাদ পেতে হলো স্বাগতিক ভারতকে।  সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হারে ভারত। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিলো দক্ষিণ আফ্রিকার। কটকে টস জিতে প্রথমে বোলিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফিরেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। আরেক ওপেনার ইশান কিশান ২১ বলে ৩৪ রান করেন। মিডল-অর্ডারে অধিনায়ক ঋসভ পান্থ ৫ ও হার্ডিক পান্ডিয়া ৯ রানের বেশি করতে পারেননি। 

সতীর্থদের যাওয়া আসার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন শ্রেয়াস আইয়ার। ৩৫ বলে ৪০ রানের ইনিংস খেলে দলীয় ৯৮ রানে থামেন তিনি। 

শেষদিকে দিনেশ কার্তিকের ২১ বলে ২টি করে চার-ছক্কায় সম্মানজনক স্কোর পায় প্রথম ম্যাচে ২শর বেশি রান করা ভারত। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে তারা। দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টি ২ উইকেট নেন। 

১৪৯ রানের টার্গেটে শুরুতে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৯ রানে ৩ উইকেট হারায় তারা। তবে চতুর্থ উইকেটে ৪১ বলে ৬৪ রান তুলে দলকে লড়াইয়ে ফেরান অধিনায়ক তেম্বা বাভুমা ও ক্লাসেন। ৩৫ রান করে বাভুমা ফিরলেও, টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে নেন ক্লাসেন।

শেষ পর্যন্ত দলকে জয়ের কাছে রেখেই ফিরেন ক্লাসেন। ৪৬ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ক্লাসেন। ১৫ বলে অনবদ্য ২০ রান তুলে দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছে  দেন ডেভিড মিলার। তখনও ম্যাচের ১০ বল বাকী ছিলো। ম্যাচ সেরা হন ক্লাসেন। 

আগামীকাল বিশাখাপত্তমে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। 

সূত্র: বাসস