প্রথম দিনে দুই উইকেটে উইন্ডিজের সংগ্রহ ৯৫ রান

প্রথম দিনে দুই উইকেটে উইন্ডিজের সংগ্রহ ৯৫ রান

ছবি: সংগৃহীত

কিভাবে ধৈয্য ধরে ঠাণ্ডা মাথায় টেস্ট খেলতে হয় তা চোখে আঙুল দিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে মাত্র ৩২.৫ ওভারেই ১০৩ রানে গুড়িয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

অন্যদিকে, প্রথম দিন উইন্ডিজ ৪৮ ওভারে দুই উইকেটে ৯৫ রান করেছে। প্রথম দিনশেষে মাত্র ৮ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক ক্রেগ ব্রাফেট অপরাজিত ৪২ রানে।

প্রথম ইনিংসে সম্বল বেশ কম হলেও বাংলাদেশ বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেন শুরু থেকেই। দ্বিতীয় সেশনে ১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে মাত্র ১৫ রান, ষষ্ঠ ওভারে গিয়ে প্রথম রানের দেখা পায় তারা, ১৪তম ওভারে ব্যাট থেকে আসে প্রথম বাউন্ডারি।

তবে অবিচ্ছিন্ন থেকেই চা-বিরতিতে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান ব্রাফেট ও জন ক্যাম্পবেল। যদিও চিত্রটা ভিন্ন হতে পারত সহজেই, শূন্য রানেই মুমিনুলের হাতে ব্রাফেট জীবন পাওয়াতে হয়নি সেটি। মোস্তাফিজুর রহমানের বলে ফ্লিক করে লেগ স্লিপের ফিল্ডারের ফাঁদে পা দিয়েছিলেন ব্রাফেট।
 
অবশেষে ২৬তম ওভারে দেখা মেলে প্রথম ব্রেকথ্রুর। মোস্তাফিজের ভেতরের দিকে ঢোকা বলে আগবাড়িয়ে ডিফেন্ড করেছিলেন ২৪ রান করা ক্যাম্পবেল, তবে ইনসাইড-এজের পর গড়িয়ে গিয়ে সেটি ভাঙে স্টাম্প। এর আগে মিরাজকে ছয়-চার মেরে একটু খোলস ছেড়ে বের হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ক্যাম্পবেল।