পদ্মা সেতুর উদ্বোধন : ইবিতে আনন্দ র্যালি

পদ্মা সেতুর উদ্বোধন : ইবিতে আনন্দ র্যালি

পদ্মা সেতুর উদ্বোধন : ইবিতে আনন্দ র্যালি

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আনন্দ র‍্যালি করেছে কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের নেতৃত্বে সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর থেকে আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মিলিত হয়। সেখানে বড় পর্দায় সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হয়।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা অসাধ্যকে সাধন করেছেন। বহু প্রতিকূলতা মোকাবেলা করে রাক্ষুসী পদ্মার দুই প্রান্তকে তিনি যুক্ত করেছেন। আমরা সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলাম। সেতুটি শুধু আ লিক যোগাযোগের ক্ষেত্রেই নয়, বৈ শ্বিক যোগাযোগেরও সুযোগ তৈরি করলো।’