শিক্ষাক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া প্রয়োজন: ইবি উপাচার্য

শিক্ষাক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া প্রয়োজন: ইবি উপাচার্য

শিক্ষাক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া প্রয়োজন: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, সমাজ বিবর্তনের সঙ্গে জ্ঞান আহরণের ধারা পরিবর্তন হচ্ছে। তাই শিক্ষাক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষকরা দক্ষতার সাথে সঠিকভাবে ইনপুট দিলে শিক্ষার্থীরা ভালো আউটপুট দেবে। শিক্ষার্থীদের দিয়েই বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং বাড়ানো সম্ভব।

রোববার সকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনার কক্ষে কলা অনুষদের জন্য আউটকাম বেসড্ এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রিপারেশন বিষয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আইকিউএসিথর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মহব্বত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সরওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকরা কর্মশালায় উপস্থিত ছিলেন।