ফের বাড়ছে সুরমা নদীর পানি

ফের বাড়ছে সুরমা নদীর পানি

ছবি: সংগৃহীত

উজানের ঢল ও গত তিন দিনের টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার ও সদর উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এরই মধ্যে ফের পানিবন্দি হয়ে পড়েছেন মানুষ।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।