যে মেঘ, তাজ্জব নেটদুনিয়া

যে মেঘ, তাজ্জব নেটদুনিয়া

সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে সৃষ্টি হওয়া অদ্ভুত মেঘ আলোড়ন তুলেছে নেটদুনিয়ায়। এই মেঘে প্রচণ্ড শব্দে তুমুল বজ্রপাত হলেও কোনো ঝড়-বৃষ্টি হয়নি; যা দেখে নেটিজেনরা একদম তাজ্জব বনে গেছেন। 

ভিডিওটি টুইটারে অস্ট্রিয়ায় নিযুক্ত ইউক্রেনের সাবেক রাষ্ট্রদূত ওলেক্সান্ডার শেরবা তার ভ্যারিফাইড অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, গত সন্ধ্যায় কিয়েভের আকাশে ঝুলে থাকা এই অদ্ভূত মেঘ দেখা গেছে এবং মেঘের ডাক শোনা গেছে। 

পোস্টটি শেয়ার করার পর থেকে ৫৭ হাজারের বেশিবার দেখা হয়েছে।  কমেন্ট বক্সে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের সাফল্য কামনা করেছেন, পাশাপাশি মেঘের উৎপত্তি সম্পর্কে অদ্ভুত অনুমানও করেছেন।