কালুখালিতে বিদ্যুৎস্পৃষ্টে মা ও সন্তানের মৃত্যু

কালুখালিতে বিদ্যুৎস্পৃষ্টে মা ও সন্তানের মৃত্যু

ফাইল ছবি

রাজবাড়ী জেলার কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এসময় ছয় বছরের আরেক ছেলে আহত হয়েছেন। নিহতরা হলেন মর্জিনা খাতুন (৩৫) তার চার মাসের কন্যা সন্তান তানিসা। আহত ছেলের নাম ইয়াসিন (৭)। মর্জিনার স্বামীর নাম হোসেন আলী।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরেরকালুখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালুখালী থানার ওসি নাজমুল হোসেন।

জানা গেছে, মর্জিনা ও হোসেন আলী দম্পতির আগে বাড়ি ছিল রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চরে। পদ্মার ভাঙনে তাদের বাড়িঘর বিলীন হয়ে যায়। এরপর সেখান থেকে এসে বহরেরকালুখালি গ্রামে রাস্তার পাশে টিনের ছাপরা তুলে বসবাস করতে থাকেন। সেই ঘরে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া ছিল। বিদ্যুতের তার ছিদ্র হয়ে তাদের সম্পূর্ণ ঘর বিদ্যুতায়িত হয়ে যায়।

শুক্রবার বিকেলে মর্জিনা তার শিশু সন্তান তানিসাকে ঘুম পাড়াতে গেলে টিনের সাথে হাত লাগলে বিদ্যুতায়িত হন। এ সময় মর্জিনার ছেলে ইয়াসিন তাদের সাথে ঘরে ছিল। ওই সময় ইয়াসিনও আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।