পল্টনে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

পল্টনে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

ইউরোপে জনশক্তি রপ্তানির নামে প্রতারণা করায় রোববার রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

সোমবার (১৮ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‌্যাব।

এ বিষয়ে, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এডি) এএসপি আ ন ম ইমরান খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে গ্রেপ্তারকৃতের কাছ থেকে পাসপোর্ট ও নকল বিএমইটি কার্ড জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনের গ্রেপ্তারকৃতের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

র‌্যাবের সহকারী পরিচালক ইমরান আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি ইউরোপে জনশক্তি রপ্তানির নামে প্রতারণা ও মানবপাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।