পাকিস্তানি রুপির বিপরীতে ডলারের রেকর্ড দাম

পাকিস্তানি রুপির বিপরীতে ডলারের রেকর্ড দাম

পাকিস্তানি রুপির বিপরীতে ডলারের রেকর্ড দাম

রাজনৈতিক অস্থিরতার কারণে ডলারের বিপরীতে এবার কমল পাকিস্তানি রুপির মান। বর্তমানে আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার দাম দাঁড়িয়েছে ২১৫ দশমিক ২৫ রুপি। বহু আগেই দুই শ'র ঘর ছাড়িয়েছিল পাকিস্তানি মুদ্রার মান। দেশটির রাজনৈতিক অস্থিরতা ও একইসাথে রিজার্ভে ঘাটতি পাকিস্তানির রুপির মানের বেহাল দশা করে ছেড়েছে।

সোমবার জিও নিউজ জানায়, দেশটির আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিপরীতে রুপির মান ৪ দশমিক ৩ রুপি বেড়ে ২১৫ দশমিক ২৫ রুপিতে এসে দাঁড়িয়েছে। গত সপ্তাহে সবশেষ ডলারের বিপরীতে মুদ্রার মান ছিল ২১০ দশমিক ৯৫ রুপি।

এর আগে চলতি বছরের জুন মাসের ২২ তারিখে রুপির মান কমে দাঁড়িয়েছিল ২১১ দশমিক ৯৩। তবে কয়েকদিন পরেই সামান্য উম্ফলনে দেশটির মুদ্রার মান হয় ২০৪ দশমিক ৫৬ রুপি। কিন্তু আবারো অস্থিরতার মুখে পড়েছে পাকিস্তানি রুপি, হয়েছে রেকর্ড পরিমাণ পতন।

সূত্র : জিও নিউজ ও অন্যান্য