এই নড়াইল আমি দেখিনি, চিনিও না: মাশরাফি

এই নড়াইল আমি দেখিনি, চিনিও না: মাশরাফি

ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া দোকানপাট ও পূজামন্ডপ ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ওই এলাকার জনপ্রতিনিধি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। 

তিনি বলেছেন, ‘দুঃখের সঙ্গে বলছি, ছোটবেলা থেকে নড়াইলে বড় হয়েছি। এই নড়াইল আমি দেখিনি, এই নড়াইল আমি চিনি না।’

মঙ্গলবার দুপরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় মাশরাফি এসব কথা বলেন। 

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমার নবীজিকে যদি কেউ ছোট করেন, তার অবশ্যই কঠিন বিচার করতে হবে। এর বিচার আমি কঠিনভাবে চেয়েছি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জেনেছেন। কিন্তু আপনারা বিভ্রান্তিতে কান দেবেন না। আইন হাতে তুলে নেবেন না। তবে যারা জড়িত নন, তারা যেন হয়রানির শিকার না হন।’

এ সংসদ সদস্য আরও বলেন,  ‘এর আগে কখনো দেখিনি নড়াইলে সাম্প্রদায়িক গোলমাল হয়েছে। আমরা দুর্বল প্রকৃতির মানুষ নই। আমরা সবাই মিলে যাতে আগের মতো সম্প্রীতি বজায় রেখে চলতে পারি, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, সংসদ সদস্য বীরেন শিকদার, মনোরঞ্জন শীল গোপাল, অসীম কুমার উকিল ও পঙ্কজ দেবনাথ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।