যশোরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

যশোরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

যশোরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

’৮০০ কোটির পৃথিবী,সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রানবন্ত ভবিষ্যৎ গড়ি’এই প্রতিপাদ্যে যশোরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  রফিকুল হাসান।

আরও উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদাত রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর,পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক আলিফ নুর,জেলা তথ্য কর্মকর্তা এলিন সাঈদুর রহমান,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বিল্লাল বিন কাশিম।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিষয়ে মাঠ পর্যায়ে অবদান রাখার জন্য জেলা ও উপজেলা পর্যায়ের মোট ১৭ জন কর্মীকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকালে একটি র‌্যালী কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।