রাবির ভর্তিযুদ্ধ শুরু আজ থেকে

রাবির ভর্তিযুদ্ধ শুরু আজ থেকে

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। চলবে ২৭ জুলাই পর্যন্ত।

তিনদিনের ভর্তি পরীক্ষার প্রথম দিনে সোমবার সি (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এ (মানবিক) ইউনিট ও বুধবার বি (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।

এর মধ্যে এ ইউনিটে আছে কলা, আইন, সামাজিকবিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। বি ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং সি ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত আছে।

বিশেষ কোটাসহ মোট আসনসংখ্যা ৪ হাজার ৬৪১টি। এ আসনের বিপরীতে মোট এক লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এর মধ্যে এ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, বি ইউনিটে ৩৮ হাজার ৬২১টি ও সি ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়। একক আবেদনকারীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৪২৯ জন।