২ ইউনিয়নে ভরাডুবি নৌকার, জয় স্বতন্ত্র প্রার্থীর

২ ইউনিয়নে ভরাডুবি নৌকার, জয় স্বতন্ত্র প্রার্থীর

ছবি- নিউজজোন বিডি

টাঙ্গাইল প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে দুইটিতে জয় লাভ করেছে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। তবে অপর দুইটিতে ভরাডুবি হয়েছে তাদের। এই দুই ইউনিয়নে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। পরে গণনা শেষে রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

চার ইউনিয়নের বিজয়ীরা হলেন- কাকুয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদিউজ্জামান ফারুক (নৌকা), কাতুলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন (নৌকা), সিলিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুজায়েত হোসেন (চশমা) ও মাহমুদনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেন (চশমা)।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৭৬ হাজার ৪৪৫ জন। শতকরা ৭০ ভাগের উপরে ভোট পড়েছে।