পাবনায় ট্রাক চাপয় দুইবন্ধুর মৃত্যু

পাবনায় ট্রাক চাপয় দুইবন্ধুর মৃত্যু

পাবনায় ট্রাক চাপয় দুইবন্ধুর মৃত্যু

পাবনা প্রতিনিধি:পাবনায় ট্রাক চাপায় দু’বন্ধু নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাবনা-পাকশী আঞ্চলিক সড়কের পাবনা সদর উপজেলার নাজিরপুর নামক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-পাবনা মোটরবাস কাউন্টার মাষ্টার ইকবাল হোসেন খান (৫২) এবং পাবনা পৌরসভার  কৃষ্ণপুর এলাকার মৃত ইয়াকুব হোসেনের ছেলে এবং তার বন্ধু বেড়া উপজেলার নগরবাড়ি-নাটিয়াবাড়ি এলাকার মোহাম্মদ আলী শেখের ছেলে আবদুল মজিদ শেখ (৫৪)

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইকবাল হোসেন খান ও আবদুল মজিদ শেখ মোটরসাইকেলে রাত সাড়ে ১২টার দিকে ব্যবসায়ের কাজে যাওয়ার সময় পাবনা-পাকশী সড়কের নাজিরপুর স্কুলের সামনে তাদের পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ইকবাল মারা যান। গুরুতর আহত মজিদকে ঢাকায় নেয়ার পথে রাস্তায় মারা যান। 

দু’টি মৃতদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।